‘দেশ-বিদেশের গল্প’ নামাঙ্কিত গুচ্ছটিতে প্রধানত রূপকথা, রাজা-উজিরের কাহিনী ও পুরোনো দিনের বিষয় সঞ্চিত হয়েছে; যেগুলিতে সুকুমার রায়ের কবিকল্পনা ও রসিকতা দুয়ের ধারা মোটামুটি অন্তঃসলিলা। আর ‘নানা গল্প’ অংশে সেই দুটি গুণ স্পষ্টভাবে প্রকাশিত; অধিকাংশ গল্পে দুটি বৈশিষ্ট্যই সমানভাবে মেশানো থাকলেও কয়েকটি প্রধানত কল্পনাশ্রিত আর কয়েকটি বিশুদ্ধ 'মজার গল্প'।

খুব ছোটদের থেকে আরম্ভ করে কিশোরদের উপযোগী পর্যন্ত উনিশটি গল্প এখানে গ্রথিত হয়েছে। দুয়েকটিতে ইংরেজির ছায়া থাকলেও পরিবেশনে সবগুলিই দেশী।

।। সুকুমার রায় ।। (০৫) নানা গল্প ।।

।। সূচিপত্র ।।

(০৫-০১) ছাতার মালিক (০৫-০২) ব্যাঙের রাজা (০৫-০৩) পুতুলের ভোজ (০৫-০৪) হিংসুটি (০৫-০৫) পেটুক (০৫-০৬) সবজান্তা দাদা (০৫-০৭) যতীনের জুতো (০৫-০৮) গোপালের পড়া (০৫-০৯) গল্প (০৫-১০) সত্যি (০৫-১১) রাগের ওষুধ (০৫-১২) ডাকাত নাকি (০৫-১৩) হাসির গল্প (০৫-১৪) বাজে গল্প-১ (০৫-১৫) বাজে গল্প-২ (০৫-১৬) বাজে গল্প-৩ (০৫-১৭) কুকুরের মালিক (০৫-১৮) উকিলের বুদ্ধি (০৫-১৯) গোরুর বুদ্ধি (০৫-২০) ঠকানে প্রশ্ন (০৫-২১) ঠকানে প্রশ্নের উত্তর (০৫-২২) ভুল গল্প (০৫-২৩) ভুল গল্পের ভুলগুলি

।। (০৫-০১) ছাতার মালিক ।।

তারা দেড় বিঘৎ মানুষ।

তাদের আড্ডা ছিল, গ্রাম ছাড়িয়ে, মাঠ ছাড়িয়ে, বনের ধারে, ব্যাঙ-ছাতার ছায়ার তলায়। ছেলেবেলায় যখন তাদের দাঁত ওঠে নি, তখন থেকে তারা দেখে আসছে, সেই আদ্যিকালের ব্যাঙের ছাতা। সে যে কোথাকার কোন্‌ ব্যাঙের ছাতা, সে খবর কেউ জানে না, কিন্তু সবাই বলে, “ব্যাঙের ছাতা”। Read Now...